বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

এমপি বদির বচন সৎ ব্যবসা করি

নিজস্ব প্রতিবেদক

এমপি বদির বচন সৎ ব্যবসা করি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মপক্ষ সমর্থন করে কক্সবাজারের আলোচিত এমপি আবদুর রহমান বদি নিজেকে সৎ ব্যবসায়ী বলে আদালতে দাবি করেছেন। গতকাল ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে সরকারদলীয় এই সংসদ সদস্য আত্মপক্ষ সমর্থন করেন। আদালতে বদির দেওয়া বক্তব্য উদ্ধৃত করে দুদকের আইনজীবী কবির হোসাইন সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি, আমি খেলাপি না, জ্ঞাত আয়বহির্ভূত কোনো সম্পদও আমি অর্জন করিনি। আমি নির্দোষ। সৎ ব্যবসায়ী, ব্যবসা করে জীবিকানির্বাহ করি।’ শুনানি শেষে ২০ জুলাই এ মামলায় যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। ওই দিন কোনো সাফাই সাক্ষী হাজির করবেন না বলে আদালতকে জানিয়েছেন আসামি বদি। এ মামলায় ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বদির বিচার শুরু হয়। ২০১৪ সালের ২১ আগস্ট প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে দুদক এ মামলা করে। গত বছর ৭ মে দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বদির ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য তুলে ধরে বলা হয়, তিনি দুদকের কাছে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ মামলায় ২০১৪ সালের ১২ অক্টোবর গ্রেফতার হয়ে তিন সপ্তাহ কারাগারেও ছিলেন বদি। পরে তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।

সর্বশেষ খবর