শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পবিত্র জুমাতুল বিদা আজ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র জুমাতুল বিদা আজ

আল বিদা মাহে রমজান আল বিদা। পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ জুমাতুল বিদা। রমজানের শেষ জুমা অতীব গুরুত্বময় ও মর্যাদাপূর্ণ একটি দিন। এদিন গুনাহ মাফ ও নাজাতের জন্য কান্নাকাটির দিন। পবিত্র জুমাতুল বিদাকে আল্লাহর করুণা, দয়া, ক্ষমা, তথা মাগফিরাত ও নাজাত লাভের দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুসল্লিরা আজ জুমার নামাজ আদায় করতে দলে দলে সমবেত হবেন মসজিদে। নামাজ শেষে তারা দুই হাত তুলে রোনাজারি করে নিজেদের গুনাহ মাফ এবং কবরের আজাব ও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য অশ্রুসজল প্রার্থনা করবেন আল্লাহর দরবারে। জুমাতুল বিদা উপলক্ষে মসজিদে মসজিদে বিশেষ খুতবা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে আছে বিভিন্ন মসজিদ, খানকা ও দরবারে নেওয়া হয়েছে বিশেষ দোয়া মিলাদ, ইফতার ও সাহরি বিতরণ কর্মসূচি। জুমাতুল বিদা উপলক্ষে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর