শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সামাজিক অগ্রগতির সূচকে বাংলাদেশের অবস্থান ১০১

প্রতিদিন ডেস্ক

১৬০ দেশের সামাজিক অগ্রগতির সূচকে বাংলাদেশ ১০১ নম্বরে। জনজীবনের সামগ্রিক কল্যাণ তথা বিশুদ্ধ খাবার পানি, শিক্ষা ও আশ্রয়সহ মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র কতটা সফল অর্থাৎ রাষ্ট্রগুলোর ভূমিকার আলোকে এ তালিকা তৈরি করা হয়। ৩০ জুন প্রকাশিত চলতি বছরের সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯-এ। অপরদিকে ভারত-৯৮, নেপাল-৯৫, শ্রীলঙ্কা-৮৩ এবং চীনের অবস্থান ৮৪-তে।

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ জানায়, এবারের তালিকায় শীর্ষ ১০-এ রয়েছে ফিনল্যান্ড, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও আইসল্যান্ড। বাংলাদেশের সামাজিক অগ্রগতি ৫২.৭৩, নাগরিকের মৌলিক চাহিদা ৬৫.৫৩, নাগরিকের সামগ্রিক কল্যাণের ভিত্তি ৬০.১৫ এবং সুযোগ-সুবিধা পূরণে রাষ্ট্র সজাগ রয়েছে ৩২.৫২ ভাগ ক্ষেত্রে।

সর্বশেষ খবর