শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দিনাজপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মো. সোহেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে। নিহত মো. সোহেল দিনাজপুর শহরের ৮নং নিউটাউন এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। সোহেলের চাচা মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, সোহেল মেডিকেল কলেজ মসজিদে নামাজ পড়তে গেলে চুরির অভিযোগ তোলে শিক্ষার্থীরা তাকে হত্যা করে। এলাকাবাসীর দাবি নিহত যুবকটি মানসিক প্রতিবন্ধী। সে অটোরিকশা চালাত। তার পিতাও প্রতিবন্ধী ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. রেদওয়ান রহিম জানান, দিনাজপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস এলাকায় ভোররাতে সোহেল রানা নামে এক যুবক প্রবেশ করে। ভোরে সাহ্রী খাওয়ার সময় তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা চিত্কার শুরু করে। এরপর চোর সন্দেহে তাকে আটক করে এবং গণপিটুনি দেয়। গণপিটুনির একপর্যায়ে সে মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দিনাজপুর মেডিকেল কলেজে লাশ প্রেরণ করা হয়েছে। ঘটনার পর হত্যার বিচার দাবিতে সকাল ১১টায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক ঘণ্টাখানেক এলাকাবাসী অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর