শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

রাজপথ ছেড়ে গলিতে ছিনতাইকারীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা, পুরুষ ও নারী গোয়েন্দা দল— কোনো কিছুতেই সিলেটে ছিনতাইকারীদের অপতত্পরতা রোখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর তাড়া খেয়ে ছিনতাইকারীর রাজপথ ছাড়লেও গলিপথে অহরহ তাদের হাতে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনে সিলেট নগরীর বিভিন্ন গলিপথে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গলিপথে ছিনতাইকারীদের উত্পাতে আতঙ্কিত নগরবাসী। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সিলেট মহানগরীতে ছিনতাই নিত্যনৈমত্তিক ঘটনা। নগরীর রাজপথে প্রতিনিয়তই ছিনতাইকারীদের হাতে সর্বস্ব খোয়াতে হয় সাধারণ মানুষকে। সম্প্রতি নগরীর রাজপথগুলোতে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং, পুলিশের জোরালো তত্পরতা এবং নারী ও পুরুষ গোয়েন্দা দল মাঠে নামানোর ফলে ছিনতাইকারীরা রাজপথ ছেড়ে পালিয়েছে। তাদের নিরাপদ আশ্রয় এখন নগরীর গলিপথগুলো। কিছুদিন ধরে নগরীর অলিগলিতে বেড়ে গেছে ছিনতাইকারীদের উপদ্রব। বিশেষ করে ঈদ টার্গেট করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা নগরীর গলিপথগুলোয় সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছে। গত ১৭ জুন নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের এক গলিতে ছিনতাইয়ের শিকার হন ব্যাংক কর্মকর্তা। পরদিন নগরীর বালুচর এলাকার গলিপথে ওই এলাকার বাসিন্দা সেবুল মিয়া সর্বস্ব হারান ছিনতাইকারীদের হাতে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগরীতে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। এ জন্য ছিনতাইকারীরা এখন আর রাজপথে নাই। তবে গলিতে মাঝেমধ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ তাদের ধরতে তত্পর রয়েছে।

সর্বশেষ খবর