রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তিন বাংলাদেশির করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জিম্মিদের মধ্যে থাকা তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ২০ জনের মধ্যে এই তিনজন রয়েছেন। তারা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ, অন্যজন ব্যবসা প্রতিষ্ঠান ল্যাভেন্ডারের মালিকের নাতনি অবিন্তা কবীর। নিহতের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের দুই ছেলের মধ্যে ফারাজ হোসেন ছোট। গতকাল তিনি নিজেই গাড়ি চালিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। ফারাজ ট্রান্সকম গ্রুপে শিক্ষানবিস হিসেবে কাজও করেছিল।

ইশরাত আখন্দ ডেএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের পরিচালক ইশরাত ইনস্টিটিউট অফ এশিয়ান ক্রিয়েটিভসে ছিলেন। তিনি বিজিএমইএর উপদেষ্টা হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। অবিন্তা কবীরের দাদা মনজুর মোরশেদ সুপার স্টোর ল্যাভেন্ডারের মালিক। এদিকে বিভিন্ন সূত্রে আরও বাংলাদেশির মৃত্যুর খবর দাবি করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সুনির্দিষ্ট আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর