রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিদেশিদের আস্থায় ছিল হলি আর্টিসান

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বসবাসরত বিদেশি নাগরিক ও বিদেশি পর্যটকদের জন্য নিশ্ছিদ্র ও নিরাপদ আনন্দের জায়গা ছিল গুলশানের হলি আর্টিসান বেকারি। পরিবার-পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে তারা সেখানে সময় কাটাতে খুবই পছন্দ করতেন। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত অভিজাত কূটনৈতিক এলাকা হওয়ায় নিশ্চিন্তে সেখানে সময় কাটাতেন বিদেশিরা। জানা গেছে, হলি আর্টিসানে পাঁচ তারকা হোটেলের প্রায় সব সুযোগ-সুবিধা পাওয়া যেত। সব ধরনের খাবার দাবার পাওয়া যেত সহনীয় মূল্যে। কোলাহলপূর্ণ ঢাকার গুলশানে নিরিবিলি  পরিবেশে হলি আর্টিসান অত্যন্ত মনোরম। আর্টিসানের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। ছাদ থেকেই উপভোগ করা যেত গুলশান লেকের প্রাকৃতিক দৃশ্য। এই রেস্টুরেন্টে ঢুকতেই গেটের দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ-গাছড়া। ভেতরে একই পরিবেশ। সার্বক্ষণিক বাজত হালকা মিউজিক। রেস্টুরেন্টের এক পাশে প্রশস্ত খোলা জায়গায়, প্রশস্ত বারান্দায় আগত ছোট শিশুদের খেলাধুলার জায়গাও ছিল। এসব কারণেই ব্যস্ত জীবনের প্রশান্তির কিছু সময় কাটাতে বিদেশিরা হলি আর্টিসানে যেতেন। কিন্তু তারা কি কেউ জানত মনোগুগ্ধকর পরিবেশের রেস্টুরেন্টই তাদের জন্য হয়ে যাবে অভিশপ্ত হলি আর্টিসান। এতটাই সুন্দর ছিমছাম আর সাজানো গোছানো ছিল হলি আর্টিসান বেকারি প্রথম দেখাতেই এটিকে পটে আঁকা ছবির মতো মনে হতো।

সর্বশেষ খবর