সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এ ঘটনা পুরো বাংলাদেশ নয়

—— সৈয়দ নাসিম মনজুর

এ ঘটনা পুরো বাংলাদেশ নয়

জঙ্গিবাদকে জাতীয় সংকট হিসেবে দেখছেন দেশের প্রাচীন বাণিজ্য সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মনজুর। তার মতে, গুলশানের জিম্মি ঘটনা কিন্তু পুরো বাংলাদেশের চিত্র নয়। জঙ্গিবাদের সংকট থেকে দেশকে উত্তরণের জন্য তার পরামর্শ  হলো, প্রথমে দল-মত-নির্বিশেষে জাতীয়ভাবে ঐকমত্য দরকার। জঙ্গি-সন্ত্রাসীদের উৎপাতকে দেশের জাতীয় সংকট উল্লেখ করে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে সৈয়দ নাসিম মনজুর বলেন, কোনো সুস্থ বিবেকবান মানুষ জঙ্গিবাদ সমর্থন করে না। তাই গুলশানের ঘটনাকে বিশ্ববাসীর বাংলাদেশ হিসেবে দেখা ঠিক হবে না। তিনি জঙ্গিদের হামলায় নিহত ফারাজের উদাহরণ তুলে ধরে বলেন, ফারাজকে তো জঙ্গিরা ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু ফারাজ বলেছে, তার বন্ধুদের ছাড়া তিনি একা যাবেন না। বন্ধুর জন্য নিজেকে উৎসর্গ করার মতো এ ঘটনাও তো বাংলাদেশের উদাহরণ। তার মতে, যেহেতু ঘটনা ঘটেছে, তাই জঙ্গিবাদের এ সমস্যা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে। এটা নিয়ে আমরা কোনো রাজনীতি ও রাজনৈতিক বিভেদ চাই না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর