সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাদের আত্মীয়-স্বজন, বন্ধু, সাধারণ মানুষ। হৃদয়বিদারক এ ঘটনায় শোকবিহ্বল মানুষ রেস্তোরাঁর মূল ফটকের সামনে পুলিশ ব্যারিকেড থাকায় সেখানেই ফুল রেখে শ্রদ্ধা জানান। গতকাল গুলশানের ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন বন্ধু-স্বজনরা। গতকাল সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে জড়ো হয় মানুষ। নিহতদের নাম লিখে ফুল দিয়ে ও মোমবাতি জ্বেলে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। শ্রদ্ধা জানাতে আসা সবার মধ্যে দেখা গেছে বেদনা, শোক ও ক্ষোভ। তারা এ ধরনের ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়েছেন। বাংলাদেশিদের পাশাপাশি অনেক বিদেশি নাগরিকও সেখানে এসেছিলেন ফুল দিতে। শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরীর কাছে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, বলার কিছু নেই। মনে হচ্ছে একাত্তরে ফিরে গেছি। ধর্মের নামে বিকৃতি, ধর্মের নামে খুনোখুনি বন্ধ করতে হবে। তাহলে আমরা আমাদের সোনার বাংলা গড়তে পারব। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। সেখানে আসা চিত্রশিল্পী মনিরুজ্জামান বলেন, ভীষণভাবে শোকাহত। যারা এখানে নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এ শোক আমরা বয়ে বেড়াব। আমরা ধর্মনিরপেক্ষ দেশ চাই। যেখানে সব ধরনের মানুষ মিলেমিশে বসবাস করবে।

সর্বশেষ খবর