মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঈদে চাঁদা না দেওয়ায় দোকানপাট বন্ধ করে দিল ছাত্রলীগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ঈদের বকশিশের নামে দাবিকৃত চাঁদা না দেওয়ায় দোকানপাট বন্ধ করে দিয়েছেন ছাত্রলীগ কর্মীরা। ঘটনাটি ঘটেছে ঢাকা-পেন্নাই-মতলব সড়কের দাউদকান্দি উপজেলার মারুকা মোড় বাজারে। চাঁদাবাজির প্রতিবাদে গতকাল দোকানদার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

এলাকাবাসী ও দোকানদাররা জানান, পাশের দৌলতপুর ইউনিয়নের শুভ (১৯), রবিন (২০), রুবেল (২৭), সাদ্দাম (২৪) ও টিপুর (১৯) নেতৃত্বে ১০-১২ জনের একদল বখাটে রবিবার রাতে মারুকা মোড় বাজারের দোকানদারদের কাছে ঈদ বকশিশ হিসেবে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় মুদি, কনফেকশনারি, কাপড়, মিষ্টির দোকান, সেলুনসহ ১৩টি দোকান বন্ধ করে দেয়। এ সময় সন্ত্রাসীরা হুমকি দেয় তাদের দাবিকৃত ঈদের বকশিশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার। দোকানদার নুরুল ইসলাম বলেন, ‘১০-১২ জনের বখাটে প্রতি দোকান থেকে ৫ হাজার টাকা দাবি করে। আমরা ছোট দোকানদার এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা জোরপূর্বক দোকানের শাটার বন্ধ করে দেয়। রুবেল ও সাদ্দাম আমাদের হুমকি দিয়ে বলে, তাদের চাঁদার টাকা না দিয়ে আমরা যেন দোকানপাট না খুলি।’ মারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান তালুকদার বলেন, ‘দোকানদাররা আমাকে বিষয়টি জানিয়েছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে জানাব। প্রশাসন ব্যবস্থা না নিলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে।’ দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালেহ মিয়া বলেন, ‘আমাদের এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর