রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি-সন্ত্রাস জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে

কাজী আকরাম উদ্দিন আহমদ

জঙ্গি-সন্ত্রাস জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে

গুলশানে রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগায়ের অদূরে জঙ্গি-সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ধাক্কা খেয়েছে বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি জঙ্গি ও সন্ত্রাসবাদকে দেশের জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, একে জাতীয়ভাবেই মোকাবিলা করতে হবে।

কাজী আকরাম উদ্দিন আহমদ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে আরও বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গিবাদী হামলায় দেশের ব্যবসা-বাণিজ্য ধাক্কা খেলেও, খুব একটা প্রভাব পড়বে না। তবে এই ঘটনায় আমরা ব্যবসায়ীরা উদ্বিগ্ন। আমরা শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাব। তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে জঙ্গি বানানোর বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। যুব সমাজকে বিপদগামী থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব আমাদের সবার। এ জন্য সবাইকে সজাগ অবস্থানে থেকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। তরুণ প্রজন্মকে বোঝাতে হবে ইসলাম ধর্মে সন্ত্রাসের কোনো স্থান নেই।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বাত্মক প্রয়াসে ও জাতির সম্মিলিত উদ্যোগে এই সমস্যার সমাধানে আশাবাদী কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, জঙ্গিবাদে জড়িত তরুণরা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের খুঁজে বের করে ধরতে হবে আইন-প্রয়োগকারী সংস্থাগুলোকে। জঙ্গিবাদীদের শেকড় খুঁজে তাদের দমনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিপদগামীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

সর্বশেষ খবর