রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শ্যামপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর এলাকায় সাইদ হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে ডিআইটি প্লট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত অভিযোগে পাপ্পু নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাইদের স্ত্রী তানিকা বেগম বাদী হয়ে শ্যামপুর থানায় একটি মামলা করেছেন।

নিহতের মামাতো ভাই রাসেল বলেন, শুক্রবার রাতে ডিআইটি প্লট ৬৬/১ নম্বর সাইদের বাসার সামনে সন্ত্রাসী রহমান, মালেকসহ আরও কয়েকজন মিলে তার দূরসম্পর্কের ভাগ্নে মুরাদকে মারধর করছিল। মুরাদের চিৎকার শুনে সাইদ ও তার ভাগ্নে জীবন বাসা থেকে বের হয়ে আসেন। এ সময় মুরাদকে মারধরের কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা জীবনকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা সাইদকে মারধর করে এবং টেনে-হিঁচড়ে ডিআইটি প্লট জামে মসজিদের সামনে নিয়ে যায়। এ সময় তারা সাইদকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে সাইদ ও জীবনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে সাইদ মারা যান। আহত জীবন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের ভাই সোহেল জানান, সাইদ ইলেকট্রনিক্স ব্যবসার পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী রহমান ও মালেককে তিনি পুলিশে ধরিয়ে দেন। কয়েক দিন আগে তারা জামিনে বেরিয়ে আসেন। এ ঘটনার জের ধরে তারা সাইদকে হত্যা করেছে। সাইদ দুই সন্তানের জনক ছিলেন। তাদের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়াল গ্রামে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, সাইদ নিহতের ঘটনায় জড়িত সন্দেহে পাপ্পু নামে একজনকে আটক করা হয়েছে। পাপ্পু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে সে জামিনে বেরিয়ে এসেছে। ঘটনার সঙ্গে সাত-আটজন জড়িত বলে জানা গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর