Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
প্রকাশ : রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ জুলাই, ২০১৬ ০০:০৩
অষ্টম কলাম
স্ত্রীর জন্য পুরো হল!
প্রতিদিন ডেস্ক

ঈদে ভারতে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সুলতান। ’ এক ব্যক্তি স্ত্রীকে সন্তুষ্ট করতে ছবিটি মুক্তির প্রথম দিনে পুরো সিনেমা হলের একটি শোয়ের সব টিকিট একাই কিনে ফেলেছিলেন।

হিমাচল প্রদেশের হামিপুর শহরে এ ঘটনা ঘটেছে। খবর পিটিআই’র

ওই ব্যক্তির নাম শংকর মুসাফির। তার স্ত্রী গীতাঞ্জলি সালমান খানের ভক্ত। আর তাই স্থানীয় সিনেমা হল গুরকুল মলে ‘সুলতান’ মুক্তির এক দিন আগেই একটি শোয়ের সব টিকিট কিনে ফেলেন শংকর।

গুরকুল মলের ব্যবস্থাপনা পরিচালক অমিত ঠাকুর বলেন, ‘মুসাফির আমাকে শোয়ের বুকিং নিশ্চিত করেছিলেন। আমরা ভেবেছিলাম, তিনি ১২০ জনকে নিয়ে ছবিটি দেখতে আসবেন। কিন্তু আমরা অবাক হয়ে গিয়েছিলাম যখন জানতে পারলাম তিনি শুধু তার স্ত্রীকে নিয়েই এসেছেন। ’

চলতি বছরের এপ্রিল মাসে মুসাফির ও গীতাঞ্জলির বিয়ে হয়।

এই পাতার আরো খবর
up-arrow