সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

তালাক নিষিদ্ধ যে দিন

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নভগোরোদ এলাকায় ৮ জুলাই কোনো বিবাহ বিচ্ছেদের আবেদন নেওয়া হয়নি। রাশিয়ায় দিনটি ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে পালিত হওয়ায় ওই দিন সেখানে বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ। খবর বিবিসির। তাস নিউজ এজেন্সিকে নভগোরোদ এলাকার কর্মকর্তারা বলেছেন, ৮ জুলাই তারা সেসব মানুষের সঙ্গেই কাজ করেছেন, যারা বিয়ে করতে চেয়েছেন, ভাঙতে নয়। দিনটি রাশিয়ায় পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততা উদযাপনে ‘পিটার ও ফেভরোনিয়া দিবস’ হিসেবে পালিত হয়। দেশটিতে ঐতিহ্যগতভাবে এ দিনকে বিয়ে করার জন্য শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। সেন্ট পিটার ও ফেভরোনিয়া হলেন রাশিয়ায় বিয়ে প্রথাটির সনাতন (অর্থোডক্স) পৃষ্ঠপোষক। ২০০৮ সাল থেকে  ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে ছুটির দিন হিসেবে পালন করা হচ্ছে। নভগোরোদে এ বছর বেশ জাঁকজমকের সঙ্গেই ৮ জুলাই পালন করা হয়েছে। এ উৎসবে এলাকাজুড়ে তিনশরও বেশি অনুষ্ঠান হয়েছে। তাস জানিয়েছে, পরিবারকে উৎসর্গ করে সেখানে ধর্মীয় রীতি মেনে বাগদান, নাচ, ফ্ল্যাশমব ও মোটরসাইকেলের নানা খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দাম্পত্য জীবনে সফল জুটিদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থাও। যেসব দম্পতি ২৫ বছর ধরে একসঙ্গে আছেন, তাদের ‘ভালোবাসা ও বিশ্বস্ততার’ জন্য পদক দেওয়া হয়েছে। আর যারা চার থেকে সাতজন শিশু লালন-পালন করেছেন, তাদের ‘পিতা-মাতার দায়িত্বের প্রতি বিশ্বস্ত’ থাকার জন্য পদক দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর