বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

যুবলীগ নেতার ওপর গভীর রাতে হামলা

অভিযোগ আরেক নেতার দিকে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী মহানগর যুবলীগ নেতা চৌধুরী মুখলেসুর রহমান সুমনের ওপর গভীর রাতে হামলা চালিয়েছেন যুবলীগেরই আরেক নেতা। সোমবার রাত ২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় তার ওপর এই হামলা চালানো হয়। সুমন রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বেসরকারি সিডিএম হাসপাতালের পরিচালক। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সুমন জানান, সোমবার রাত ২টার দিকে তিনি নগরীর আলুপট্টি থেকে লক্ষ্মীপুরে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন ব্যক্তি গিয়ে তার পথ আটকান। এ সময় তিনি মোটরসাইকেল থেকে নামলেই তারা তার ওপর লোহার রড ও পাইপ দিয়ে অতর্কিতভাবে মারপিট শুরু করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সুমন আরও জানান, হামলাকারীদের মধ্যে শুধু একজনকে তিনি চিনতে পেরেছেন। তিনি মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অলোক দাশগুপ্ত। বাকিদের তিনি চিনতে পারেননি। কিছুদিন আগে রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ কমিটিতে অলোক দাশগুপ্তের সাংগঠনিক সম্পাদক পদটি তাকে দেওয়ার জন্য দলের ভিতর একটি গুঞ্জন চলছে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ‘সরিয়ে দিতে’ অলোক তার ওপর এ হামলা চালিয়েছেন। তবে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা অলোক দাশগুপ্ত। তিনি বলেন, সুমন তাকে পরিকল্পিতভাবে ফাঁসাতে চাইছেন। আর এ জন্য হামলাকারী হিসেবে তার নাম বলা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তিনি এখন বাইরে আছেন। রাজশাহী ফেরার পর খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, আহত সুমনের সঙ্গে কথা বলতে সকালে তিনি হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলেন। সুমন থানায় মামলা করতে চেয়েছেন। মামলা হলে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর