বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তি বাবরের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর গতকাল ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তার মা জোবায়দা রহমান (৯৬) ইন্তেকাল করায় জানাজা ও দাফনে অংশ নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

বাবরের সাবেক ব্যক্তিগত সহকারী খায়রুল জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিকাল পৌনে ছয়টায় মুক্তি পান বাবর। মুক্তির পর সরাসরি তিনি গুলশানের বাসায় যান। পরে গুলশানের আজাদ মসজিদে তার মায়ের নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে বনানী কবরস্থানে বাবরের মাকে দাফন করা হয়। উল্লেখ্য, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে বর্তমানে তিনি কারাবন্দি রয়েছেন।

এদিকে  বাবরের মায়ের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এর আগে  মির্জা ফখরুল জোবায়দা রহমানের মরদেহ দেখতে দুপুরে তার গুলশানের বাসায় যান ।

সর্বশেষ খবর