শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আগামী মাসেই স্মার্টকার্ড

প্রথম ধাপে পাবে রাজধানীর ভোটাররা

নিজস্ব প্রতিবেদক

অবশেষে আগামী মাসে নাগরিকদের জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণে যাচ্ছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ঢাকা মহানগরীর ভোটারদের মধ্যে বিতরণসূচির কর্মপরিকল্পনা চলছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, শিগগির স্মার্টকার্ড বিতরণে যাব। ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, শিগগির স্মার্টকার্ড বিতরণে যেতে চাই। আগামী মাসেই বিতরণ কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। সব গুছিয়ে এনে যথাসময়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে। উদ্বোধন কার্যক্রম, বিতরণসূচি ও কীভাবে বিতরণ হবে— দিনক্ষণ চূড়ান্ত করেই সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরার কথা জানান স্মার্টকার্ড কার্যক্রম বাস্তবায়নাধীন ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস’—আইডিইএ প্রকল্পের এ পরিচালক। বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্পটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। নাগরিকদের ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র’ দিতে গত বছরের জানুয়ারিতে ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ইসি। দেড় বছরেও এনআইডি বিতরণ শুরু করতে না পারায় মে মাসে ‘জরুরি ভিত্তিতে উৎপাদন ও বিতরণ কার্যক্রম’ নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে তাগাদা দেয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। সার্বিক বিষয়ে অগ্রগতি জানতে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ৮ জুন থেকে ১৬ জুন প্রকল্প কার্যক্রম পরিদর্শনও করেন। এরপরই শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে আনতে ফ্রান্স সফর করেন ইসি সচিব সিরাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সৈয়দ মুহাম্মদ মূসা বলেন, এখন সব কাজ গুছিয়ে এনেছি। উদ্বোধনের পর কোথায়-কীভাবে বিতরণ করা হবে—এ সংক্রান্ত কর্মপরিকল্পনা কমিশনের অনুমোদন পেলে বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরা হবে। তবে প্রাথমিকভাবে ঢাকায় এ বিতরণ কাজ শুরু করা হবে। ইতিমধ্যে কোটি নাগরিকের স্মার্টকার্ড বিতরণের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। এর আগে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড ব্যবহার, প্রযুক্তি ও কারিগরি দিকসহ সার্বিক বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানায় ইসি। ওই সময় স্মার্ট জাতীয় পরিচয়পত্র থেকে মানুষ কী ধরনের সুযোগ-সুবিধা পাবে, তা প্রচারের ওপর গুরুত্ব দিতে নির্দেশ দেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে মোটামুটি ৯ কোটির হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে। বিভিন্ন নাগরিক সুবিধা পেতে এই জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর