বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হাজারেও স্থান নেই

প্রতিদিন ডেস্ক

২০১৬ সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস গত সোমবার সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তাতেই সেরা হার্ভার্ড। তবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এই ১০০০-এ স্থান পায়নি। এ তালিকায় যুক্তরাষ্ট্রের ২২৪টি, চীনের ৯০টি, জাপানের ৭৪টি ও যুক্তরাজ্যের ৬৫টি বিশ্ববিদ্যালয় স্থান  পেয়েছে। তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। র‌্যাঙ্কিং করতে গিয়ে সংস্থাটি আটটি বিষয়কে বিবেচনায় নিয়েছে। সেগুলো হচ্ছে- শিক্ষার মান, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিয়োগ, শিক্ষকদের মান, খ্যাতনামা জার্নালে প্রকাশনা, প্রভাবশালী জার্নালে গবেষণাপত্র, গবেষণাপত্রে উদ্ধৃতি, ব্রড ইম্প্যাক্ট ও প্যাটেন্ট। তালিকায় উপমহাদেশের দেশগুলোর মধ্যে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) ৩৫৪ নম্বরে ও দিল্লি ইউনিভার্সিটি ৪১৯ নম্বরে। পাকিস্তানের কায়েদ-ই-আজম ইউনিভার্সিটি ৮৮৯ নম্বরে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর