বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মহাশ্বেতা দেবীর অবস্থা আশঙ্কাজনক

প্রতিদিন ডেস্ক

মহাশ্বেতা দেবীর অবস্থা আশঙ্কাজনক

ভারতীয় বাঙালি সাহিত্যিক মহাশ্বেতা দেবীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের কেবিন থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। তার মূত্রনালি ও ফুসফুসের সংক্রমণ বেড়েছে। সূত্র : আজকাল পত্রিকা। চিকিৎসক ডা. সমরজিৎ নস্কর জানান, এখনো আশঙ্কা কাটেনি তার। রক্তে ও মূত্রে সংক্রমণ ছড়িয়ে সেপটিসেমিয়ার মতো হয়ে গেছে। তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসঙ্গত, মহাশ্বেতা দেবী ১৯২৬ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত সাঁওতাল উপজাতিদের ওপর কাজ ও লেখার জন্য বিখ্যাত। তার লেখা শতাধিক বইয়ের মধ্যে ‘হাজার চুরাশির মা’ অন্যতম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর