শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শেষ হলো উল্টো রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক

শেষ হলো উল্টো রথযাত্রা

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উল্টো রথ টানার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ৬ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর মধ্যে ছিল হরিণাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। ইসকনসহ রাজধানীর রাম-সীতা মন্দির এবং তাঁতীবাজার জগন্নাথ মন্দির এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) উল্টো রথযাত্রা উপলক্ষে বিকালে শোভাযাত্রা বের করে।

স্বামীবাগের ইসকন মন্দিরে অনুষ্ঠিত শোভাযাত্রা-পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইসকন বাংলাদেশের সাবেক সভাপতি কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ ভট্টাচার্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা। কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার বাংলাদেশ থেকে চিরতরে সাম্প্রদায়িক শক্তি নির্মূল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসাম্প্রদায়িক রাজনীতির মূর্তপ্রতীক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তার কাছে কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না। দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল করা হবে। উল্টো রথযাত্রা শেষে আশ্রমে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা থেকেই শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলার রাধামাধব মন্দির থেকে দুপুরে রথ টেনে আনা হয় শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে। এই রথ টানে অংশ নেয় হিন্দু সম্প্রদায়ের শত শত নর-নারী ও কিশোর-কিশোরী। এ সময় ভক্তরা মনের বাসনা পূরণের জন্য চিনি-কলা নিবেদন করেন জগন্নাথদেবের উদ্দেশে।  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিকালে জেলার হরেকৃষ্ণ সংঘ, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ ও শিবগতলা কালী মন্দির কমিটি পৃথক উল্টো রথযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন সনাতন ধর্মের হাজারো ধর্মপ্রাণ নারী-পুরুষ ও শিশু। পুলিশ ও র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে রথযাত্রা সম্পন্ন হয়। পরে বিভিন্ন মন্দিরে পালন করা হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। গাজীপুর প্রতিনিধি জানান, উল্টো রথটান উপলক্ষে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইফতেখার আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। বক্তব্য দেন মো. সোলায়মান, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ। জেলা শহরের রথখোলায় উল্টো রথটানে বিপুল সংখ্যক পুণ্যার্থী অংশগ্রহণ করেন। রথযাত্রা সমাপ্ত হলেও মেলা চলবে ২০ দিন।

সর্বশেষ খবর