শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হুমকির দুই দিন পর কাপাসিয়ার স্কুলে ককটেল

গাজীপুর প্রতিনিধি

কাপাসিয়ায় আমরাইদের এক স্কুলে গতকাল ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জঙ্গি সংগঠনের নামে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা ও থানা ধ্বংস করার হুমকি দিয়ে চিঠি দেওয়ার দুদিন পর এ ঘটনা ঘটলো। আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টায় আমরাইদ এলাকার এ স্কুলে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। এর আগেই শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে অবস্থান করছিল। ক্লাস শুরু হওয়ার ৫ মিনিট আগে ১০ম শ্রেণির বারান্দায় বিস্ফোরণের বিকট শব্দ হয় এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। অনেকে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আলামত সংগ্রহ করে। কাপাসিয়ার নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এরই মধ্যে উপজেলা পরিষদের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের দিয়ে প্রহরা বসানো হয়েছে। এছাড়া আগামী ১৯ জুলাই মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক বিশেষ সমন্বয় সভা করা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার কাপাসিয়া উপজেলা ও থানা ধ্বংস করার হুমকি দিয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে ডাকযোগে চিঠি দিয়েছিল একটি জঙ্গি সংগঠন।

সর্বশেষ খবর