শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জুমায় সব মসজিদে অভিন্ন খুতবা পাঠের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার জুমার নামাজে জঙ্গিবাদবিরোধী অভিন্ন খুতবা পাঠ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নমুনা দেশের মসজিদগুলোতে পাঠানো হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও এ খুতবা পাঠ করা হবে। দেশের সব মসজিদের খতিব ও ইমামকে খুতবাটি পাঠ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ খুতবায় খুনকে হারাম করা বিষয়ে পবিত্র কোরআন ও হাদিস শরিফ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া নিজ নিজ সন্তানদের বিপথগামিতা থেকে রক্ষা করতে পিতা-মাতা ও সমাজের দায়িত্বশীলতার কথা তুলে ধরা হয়েছে।

সূরা বনি ইসরাইলের ৩৩ নম্বর আয়াত তুলে ধরা হয়েছে। যেখানে আল্লাহ বলেছেন, ‘সে প্রাণকে হত্যা করো না, যাকে আল্লাহ হারাম করেছেন; কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি। অতএব, সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত।’ এরপর সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, ‘যেখানে আল্লাহ বলেন, সে কারণেই আমি বনি ইসরাইলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলি নিয়ে এসেছেন। বস্তুত এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে।’

সর্বশেষ খবর