শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
খালেদার সঙ্গে পেশাজীবীদের বৈঠক

জামায়াতকে বাইরে রেখে আন্দোলনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারে একাত্তরের ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত জামায়াতকে জোটের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন জাতীয়তাবাদী পেশাজীবী নেতৃবৃন্দ। একই সঙ্গে আন্দোলনের স্বার্থে প্রয়োজনে নব্বইয়ের মতো জামায়াতকে বাইরে রেখে যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার আহ্বান জানান তারা। আন্দোলনের কৌশল হিসেবে প্রতিবেশী দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার কর্মসূচি দেওয়ার আহ্বানও জানানো হয় বৈঠকে। এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানান পেশাজীবী নেতারা।

এ পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে ঢাকায় জাতীয় কনভেনশনসহ দেশের বিভিন্ন বৃহত্তর জেলা ও মহানগরীতে ‘উগ্র ও জঙ্গিবাদ’বিরোধী সমাবেশ ও মানববন্ধন করার কর্মসূচির কথা জানানো হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চলমান জাতীয় সংকট নিরসনে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, কবি, সাহিত্যিক ও বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানানো হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিশিষ্টজনরা অংশ নেন। বৈঠকে ড. সদরুল আমিন, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বোরহান উদ্দিন খান, আ ফ ম ইউসুফ হায়দার, আ ন হ আকতার হোসেন, আবদুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর