Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুলাই, ২০১৬ ০০:১২
বিচারকের স্বাক্ষর জালিয়াতির দায়ে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিচারকের স্বাক্ষর জাল করে থানায় জামিননামা দাখিলের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর উপশহর থেকে শাহীন আহমদ চৌধুরী নামে ওই জালিয়াতকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর মুন্সিপাড়ার ১৪ নম্বর বাসার মাহবুব আহমদ চৌধুরীর ছেলে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ। ওসি সুহেল জানান, শাহীন একটি চেক জালিয়াতি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত। ১ জুলাই সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাহেদুল করিমের স্বাক্ষর জাল করে একটি জামিননামা কোতোয়ালি থানায় জমা দেন। জামিননামাটি সন্দেহজনক হওয়ায় তা যাচাইয়ের জন্য আদালতে পাঠানো হয়। আদালত থেকে জানানো হয়, শাহীন ওই মামলায় সাজাপ্রাপ্ত এবং তার জামিন হয়নি। জামিননামায় যে স্বাক্ষর দেওয়া হয়েছে তা বিচারক সাহেদুল করিমের নয়। আদালত থেকে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপশহর থেকে শাহীনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে বলে জানান ওসি সুহেল।

এই পাতার আরো খবর
up-arrow