শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বেনাপোল চেকপোস্টে চার দেশের ১ কোটি টাকার মুদ্রা জব্দ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় গতকাল দুপুরে বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীর কাছ থেকে ১ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করেছেন কাস্টম কর্মকর্তারা।

বেনাপোল চেকপোস্ট হাউসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা বিজে-০৬৮২৩৩২ নম্বর পাসপোর্টধারী ফরিদ হাসান বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ কাস্টম অফিসে প্রবেশ করে। কাস্টম গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাস্টম কর্মকর্তারা যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ কোটি টাকার ৯৩ হাজার ৪৪৯ মার্কিন  ডলার, ৩ লাখ ৫৩ হাজার ভারতীয় রুপি, ৪৯ হাজার কানাডীয় ডলার ও ২ রিঙ্গিত মালয়েশীয় মুদ্রা জব্দ করে। তল্লাশির সময় অবস্থা বেগতিক দেখে ফরিদ হাসান কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে পাসপোর্ট রেখে কৌশলে পালিয়ে যায়। এ ছাড়া বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় কাস্টম কর্মকর্তারা বাংলাদেশের কাপ্তানবাজার এলাকার পশ্চিম সূত্রাপুরের ওসমান গনির ছেলে মোকলেসুর রহমানের (পাসপোর্ট নম্বর এএফ-০৭২৯১০৯) দেহ তল্লাশি করে ৪ লাখ ৯৬ হাজার ৩০০ টাকা সমমানের বাহরাইনের এক হাজার ৯২৫ দিনার, আফ্রিকান তিন হাজার মুদ্রা, ৩৮০ কুয়েতি দিনার, ৯২ ভারতীয় রুপি ও বাংলাদেশি দুই হাজার ৫৫০ টাকা ও খিলগাঁওয়ের ১৩/১ পশ্চিম নন্দীপাড়া বাজার মসজিদ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলামের (পাসপোর্ট নম্বর এএফ-০৯২৩৬৯৭) দেহ তল্লাশি করে ১১ লাখ ৫৬ হাজার টাকা সমমানের কুয়েতি দিনার ও ২০০ মার্কিন ডলার জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর