Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ জুলাই, ২০১৬ ০০:১৬
অষ্টম কলাম
কুপিয়ে হত্যা সেই স্বর্ণমানবকে
কলকাতা প্রতিনিধি
কুপিয়ে হত্যা সেই স্বর্ণমানবকে

আলোচিত পুণের ব্যবসায়ী স্বর্ণমানব দত্তাত্রেয় ফুঙ্গেকে (৪৮) দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গত বৃহস্পতিবার  রাতে বাড়িতে ডুকে তাকে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।

দত্তাত্রেয়র স্ত্রী সীমা পুলিশকে জানিয়েছেন, অন্তত ১২ জন দুর্বৃত্তের একটি দল আচমকা তার বাসায় ঢুকে পড়ে। এরপর তারা দত্তাত্রেয়কে তুলে নিয়ে যায়। তাকে ভরতমাতা নগরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। জানা গেছে, একটি আর্থিক লগ্নিকারী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন দত্তাত্রেয়। খুনের সঠিক কারণ জানা না গেলেও এর পেছনে আর্থিক লেনদেন জড়িত থাকতে পারে বলে অনেকে মনে করছেন। কারণ কয়েক দিন আগে এ নিয়ে কয়েকজনের সঙ্গে তার ঝগড়াও হয়েছিল। প্রসঙ্গত, চার বছর আগে পুণের এই নামকরা ব্যবসায়ী ২২ ক্যারেট ওজনের একটি সোনার জামা তৈরি করে সেটি গায়ে দিয়ে আলোচিত হন। সোনার জামার আনুমানিক মূল্য ছিল ১.২৭ কোটি রুপি। জামার সঙ্গেই ম্যাচ করে ক্রিস্টাল বোতাম, সোনার বেল্ট, হাতে সোনার বালা পরতেন দত্তাত্রেয়। তখন বিশ্বের সবচেয়ে দামি জামার স্বীকৃতি পেয়েছিল এই সোনার জামা। প্রায় সাড়ে তিন কেজি ওজনের জামাটি তৈরি করেছিল পুণের রাঙ্কা জুয়েলার্স। ১৫ জন কারিগর মিলে জামাটি তৈরি করেন। সব মিলিয়ে প্রতিদিনই সাত কেজির ওপর সোনার গহনা থাকত দত্তাত্রেয়র গায়ে। ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সদস্য ছিলেন। সুবক্তা হিসেবে অনেক মারাঠি টিভি চ্যানেলে টকশোতেও তিনি অংশ নিতেন।

এই পাতার আরো খবর
up-arrow