শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বরিশালে মন্দিরে হুমকির চিঠি

প্রতিদিন ডেস্ক

বরিশাল নগরীতে একটি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের হত্যার হুমকি সংবলিত একটি চিঠি পাওয়া গেছে।

গতকাল সন্ধ্যায় কালীবাড়ি রোডে পাষাণপয়ী কালীমন্দিরে চিঠিটি পাওয়া যায় বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য।

এ ঘটনায় রাতেই বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। রাজধানীর গুলশানে দেশি-বিদেশি  ২০ জন নাগরিককে হত্যা এবং ঈদের দিন শোলাকিয়ায় ঈদগাহের অদূরে পুলিশের ওপর হামলায় বিশ্বব্যাপী তোলপাড়ের মধ্যে বরিশালে এ হুমকি পাওয়া গেল। দুলাল ভট্টাচার্য বলেন, দেশের বিভিন্ন স্থানে পুরোহিতদের ওপর হামলার ঘটনার পর থেকে বেশির ভাগ সময়ই মন্দিরের গেট বন্ধ থাকে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মন্দির খুলে প্রণামীর থালায় একটি চিঠি  দেখতে পাই।

 চিঠিতে বরিশালের হিন্দু সম্প্রদায়ের নেতা, পুরোহিত ও সাধারণ নাগরিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ আওলাদ জানান, ইতিমধ্যে বরিশালের সব মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।  গোয়েন্দারা কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর