Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুলাই, ২০১৬ ০২:৫১
‘মত প্রকাশের ওপর হুমকি’
মার্কিন কংগ্রেসের শুনানিতে বাংলাদেশের জঙ্গিবাদ
এনআরবি নিউজ, নিউইয়র্ক

মার্কিন কংগ্রেসে ১৪ জুলাই টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশনের উদ্যোগে ‘ধর্ম-অবমাননা আইন এবং রাষ্ট্র ও ধর্মীয় সংগঠনগুলোর সেন্সরশিপ : মতপ্রকাশের ওপর বিশ্বব্যাপী হুমকি’ শীর্ষক শুনানিতে বড় একটি অংশ জুড়ে ছিল বাংলাদেশ।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলের র‌্যাবার্ন হাউস অফিস ভবনে তিনটি প্যানেলে অনুষ্ঠিত এ শুনানির উদ্বোধনী  বক্তব্যে আয়োজক সংস্থার কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ আর পিটস এবং কংগ্রেসম্যান জেমস পি ম্যাকগোভার্ন বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তোলেন। কংগ্রেসম্যান যোসেফ আর পিটস বলেছেন, ‘গত বছর ফ্রিডম হাউসের বার্ষিক রিপোর্টে বিভিন্ন দেশে মিডিয়ার স্বাধীনতা কী কারণে হুমকির মুখে পড়েছে তার উল্লেখ রয়েছে। ধর্ম অবমাননার অজুহাতে বহু দেশেই একশ্রেণির লোক ভিন্নমত পোষণকারীর ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। এর ফলে ওইসব দেশের মিডিয়াও অবাধে কথা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছে।’

এই পাতার আরো খবর
up-arrow