রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জিরো টলারেন্সের বাস্তব রূপ চাই

ড. কাজী খলীকুজ্জমান আহমদ

জিরো টলারেন্সের বাস্তব রূপ চাই

জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার বাস্তব রূপ দিতে হবে বলে মনে করেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তার মতে, সরকারের কঠোর ঘোষণার বাস্তবায়ন করতে হবে। এখন সরকারের জিরো টলারেন্সকে বাস্তব রূপ দিতে হবে। শক্ত হাতে জঙ্গিবাদ রুখতে হবে। চোরাগোপ্তা হামলা তো দমন করা কঠিন। তবে সাধারণ মানুষ সচেতন হলেই জঙ্গিবাদ দমন করা যাবে। মনে রাখতে হবে, এটা সরকারের একার দায়িত্ব নয়। আমাদেরও দায়িত্ব আছে। গ্রাম-শহরের সব মানুষকে জঙ্গিদের ধরিয়ে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সোজাসাপ্টা কথা হচ্ছে, এটা কেবল বাংলাদেশে ঘটেছে তা-ই নয়। এ ধরনের ঘটনা ফ্রান্স, তুরস্ক ও আমেরিকার মতো উন্নত বিশ্বের দেশগুলোসহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এটা বাংলাদেশের জন্য ইউনিক (আলাদা) না। ফ্রান্সে যেটা ঘটেছে, তা তো জাতীয় সতর্কতার মধ্যে ঘটেছে। সুতরাং আমাদের বিষয়টিকে বুঝতে হবে। তিনি বলেন, আমরা আগে মনে করতাম, কিছুসংখ্যক মাদ্রাসা থেকে জঙ্গি বেরিয়ে আসছে। এটা সবাই বলেছি। কিন্তু এখন দেখছি ইংলিশ মিডিয়াম বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, তাদের মধ্য থেকেও জঙ্গি আসছে। এর কারণ আমাদের খুঁজে বের করতে হবে। তারা কেন জঙ্গিবাদে আসছে। আর এখন তাত্ক্ষণিক যেটা করা দরকার তা হলো, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জঙ্গি-সন্ত্রাসীদের ধরে দমন করতে হবে।

সর্বশেষ খবর