রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মানুষের মনে ভীতি ক্রেতারা উদ্বিগ্ন

------ড. জাহিদ হোসেন

মানুষের মনে ভীতি ক্রেতারা উদ্বিগ্ন

গুলশান-শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় আস্থার সমস্যা তৈরি হওয়ায় মানুষের মনে ভীতি ঢুকে পড়েছে। এ ঘটনায় বাংলাদেশি রপ্তানি পণ্যের বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন বলে মনে করেন ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তার মতে, এখন সরকারের করণীয় হলো, এ ঘটনাগুলো কীভাবে ঘটল, তা সুষ্ঠুভাবে তদন্ত করে মানুষের কাছে  পরিষ্কার করা; এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ড. জাহিদ হোসেন বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ে বাংলাদেশের যুক্ত হওয়া প্রয়োজন। এ সমস্যা এখন অনেকেরই সমস্যা। তবে গুলশান-শোলাকিয়ায় জঙ্গি-সন্ত্রাসী হামলার বিষয়কে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে বলে আমি মনে করি। এটা একটা জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা। তাই দুই দিকে এটাকে আক্রমণ করতে হবে। তিনি বলেন, আমাদের জীবন তো চলতে হবে। তাই অর্থনীতিতে যে ধরনের চলমান উদ্যোগ আছে, সেগুলো এগিয়ে নিতে হবে। অর্থনীতির সমস্যা সমাধানে চলমান উদ্যোগে যেন বিঘ্ন না ঘটে। অবকাঠামো ও ব্যবসার জন্য যে কাজ আছে, তা এগিয়ে নিতে হবে। বিশ্বব্যাংকের এই প্রধান অর্থনীতিবিদ বলেন, গুলশানে পরপর শোলাকিয়ায় হামলায় সমস্যা কিন্তু একটু ঘনীভূত হয়েছে। এ ঘটনার বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে আস্থার পরিবেশ যদি ফিরে আসে, তাহলে এটা হয়তো সাময়িক হবে। কিন্তু এখন এ ঘটনা তো শুধু বাংলাদেশে ঘটছে না। এটা তো প্রায় সাপ্তাহিক একটা ব্যাপার হয়ে গেছে।

সর্বশেষ খবর