শিরোনাম
রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বান্দরবানে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ক্যাজুপাড়ায় এক হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্যাজুপাড়া বাজারের ব্যবসায়ী আবুল কালাম সওদাগরের ম্যানেজার খোকননাথ (৩৫) শুক্রবার সন্ধ্যায় মালামাল বিক্রির টাকা নিয়ে হেঁটে লুলাইং বাজার থেকে ক্যাজুপাড়া বাজারে আসার সময় মিরিঞ্জা নামক একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আবুল কালাম সওদাগর জানান, তার ম্যানেজার প্রতি শুক্রবার বিভিন্ন ব্যবসায়ীর কাছে দোকানের বাকি টাকা তোলার জন্য যান এবং সন্ধ্যার আগেই ফিরে আসেন। কিন্তু শুক্রবার রাত ৮টার সময়ও দোকানে ফিরে না আসায় তারা তাকে খুঁজতে বের হন। এ সময় মিরিঞ্জা ঝিরিতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে টাকা ছিনতাই করতে গিয়ে এ হত্যাকাণ্ড নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, তা তদন্তের পর বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এদিকে এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে সনাতনী ব্যবসায়ী পরিষদ ও নাগরিক সমাজ। গতকাল বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ খবর