সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিএনপি নেতা কাইয়ুমসহ দুই জনকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

বিএনপি নেতা কাইয়ুমসহ দুই জনকে গ্রেফতারের নির্দেশ

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে পলাতক বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।

ঢাকা মহানগর অপরাধ তথ্য ও প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রহমান বলেন, অভিযোগপত্রে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, সোহেল ও শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এ ছাড়া বিএনপি নেতা এম এ কাইয়ুম ও ভাঙারি সোহেল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফরিদ মিয়া জানান, আসামি তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বছর ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কে সিজারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়। নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। পরদিন ৩০ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৫০ বছর বয়সী তাভেলা আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

সর্বশেষ খবর