মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদবিরোধী কনভেনশন করবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে এ মাসেই ব্যবসায়ীরা জঙ্গিবাদবিরোধী কনভেনশন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। গুলশান হামলায় বিদেশিদের মৃত্যুর প্রভাব বাণিজ্যে পড়ার আশঙ্কা প্রকাশ করে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি বলেন, সারা দেশের সব বাণিজ্য সংগঠনের নেতা ও দেশের শীর্ষ ব্যবসায়ীরা এ কনভেনশনে অংশ নেবেন।

গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান এফবিসিসিআই সভাপতি। তিনি কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জঙ্গিবাদের এ সমস্যা মোকাবিলায় নিজেদের তত্পরতার কথা জানান এফবিসিসিআই সভাপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় এফবিসিসিআই সভাপতি বলেন, সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চান। এফবিসিসিআই সভাপতি বলেন, শিগগিরই ঢাকায় ওই কনভেনশন আয়োজন করতে যাচ্ছেন তারা। এ সময় এফবিসিসিআইর সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন মাতলুব। সারা দেশের বাণিজ্য-বিনিয়োগের উন্নয়নে তার সংগঠনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও জানান। প্রেস সচিব বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বাইরে বেসরকারি খাতের ভূমিকার গুরুত্বের কথা তুলে ধরে রাষ্ট্রপতি কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। আবদুল হামিদ নিজ জেলা কিশোরগঞ্জের কালিচাপড়া মিল এলাকায় শিল্প-কারখানা স্থাপনে এফবিসিসিআই সভাপতির প্রতি আহ্বান জানান। সাক্ষাতের সময় কিশোরগঞ্জের ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ’কে নিজের প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেন এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ। রাষ্ট্রপতির উপস্থিতিতে তিনি অ্যাম্বুলেন্সের চাবি ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ আ ন ম নওশাদ খানের হাতে হস্তান্তর করেন। অ্যাম্বুলেন্সের জন্য এফবিসিসিআই সভাপতিকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর ফলে হাওর এলাকার দরিদ্র রোগীরা উপকৃত হবে। রাষ্ট্রপতি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোক্তাদের ব্যবসার বদলে সেবার মনোভাব নিয়ে কাজ করারও আহ্বান জানান।

সর্বশেষ খবর