Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ জুলাই, ২০১৬ ২৩:৩৫
মাসব্যাপী কর্মসূচি শুরু
ঘরে ঘরে প্রতিরোধ চায় জাগরণ মঞ্চ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের মাসব্যাপী প্রচারণা এবং গণসংযোগ কর্মসূচি ‘প্রতিরোধ ঘরে ঘরে’ গতকাল থেকে শুরু হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, ঢাবি শিক্ষক ও বিশিষ্ট কলামিস্ট রোবায়েত ফেরদৌসসহ গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ঢাবি ও এর আশপাশের এলাকায় মঞ্চের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানো হয়। লিফলেটে উল্লেখ করা হয়, ‘আমরা গভীর খাদের একেবারে প্রান্তে দাঁড়িয়ে। রুখে দাঁড়াতে হবে এখনই। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই লড়াই শুরু হোক ঘর থেকেই। স্ব স্ব অবস্থান থেকে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত স্বপ্নের বাংলাদেশর ভিত রচিত হবে।’ ইমরান এইচ সরকার বলেন, জঙ্গিবাদের উত্থানের ফলে ইরাক, সিরিয়া, পাকিস্তানের মতো অনেক দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা আমাদের প্রিয় এই দেশকে ধ্বংস হতে দিতে পারি না। এই কর্মসূচির মাধ্যমে জনগণকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুপ্রাণিত করা হবে। সবাইকে নিজ নিজ জায়গায় সক্রিয় ও সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এই পাতার আরো খবর
up-arrow