মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

পেট্রাপোলে ছিনতাইয়ের অভিযোগে আটক দুই বাংলাদেশি

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত সীমান্তে পেট্রাপোলে এক ভারতীয় মুদ্রা ব্যবসায়ীর ওপর হামলা চালাল একদল দুর্বৃত্ত। সাতজনের এই দুর্বৃত্ত দলে তিন বাংলাদেশি ছিল। এর মধ্যে ধরা পড়ে দুই বাংলাদেশি। দুর্বৃত্তরা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার রুপির ব্যাগ ছিনতাইয়েরও চেষ্টা করে বলে অভিযোগ। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আপাতত প্রাণে বেঁচে গেছেন ওই ব্যবসায়ী। গুলির শব্দ শুনে এলাকাবাসী বাইরে বেরিয়ে এলে তাড়া করে দুই ছিনতাইবাজকে আটক করে। তাদের কাছ থেকে একটি লোডেড পিস্তল উদ্ধার করা হয়। এরপর দুই দুর্বৃত্তকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে বনগাঁ থানার পুলিশও। পুলিশ সূত্রে খবর, পেট্রাপোল লাগোয়া ওই মুদ্রা ব্যবসায়ীর নাম স্বদেশ সরকার। তার কাছে ১ লাখ ৭৩ হাজার ৭৫০ ভারতীয় রুপি, ৮৯ হাজার বাংলাদেশি টাকা ও ১৭৫ মার্কিন ডলার ছিল। ওই মুদ্রা লুটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তারা সংখ্যায় ছিল সাতজন। এর মধ্যে তিনজন বাংলাদেশি বলে জানা গেছে। আটক দুই বাংলাদেশি দুর্বৃত্ত হলো সুজন মিয়া ও তুষার হোসেন। বাকিরা পলাতক, তাদের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ।

সর্বশেষ খবর