বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে হাজার কোটি ডলার দেবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১ হাজার ১৩৮ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে রাশিয়া সরকার। গত সোমবার এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যম আরটিএ খবরে বলা হয়। দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ১ হাজার ২৬৫ কোটি ডলারের বাকি অর্থের জোগান দেবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার গত ২৭ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার কাছ থেকে ঋণ নিতে আন্তঃরাষ্ট্রীয় ঋণচুক্তির খসড়ায় অনুমোদন দেয়। জানা যায়, মূল ঋণের প্রথম কিস্তি ২০২৭ সালের ১৫ মার্চ থেকে দেওয়া শুরু হবে, সুদের হার হবে অনূর্ধ্ব ৪ শতাংশ। রাশিয়া ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ঋণ প্রদান করবে। পরবর্তী ২০ বছরে সুদসহ বাংলাদেশ কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করবে। ঋণ পরিশোধের সময় ২০১৭ সালের ১৫ মার্চ থেকে গণনা করা হবে। সে হিসেবে প্রতি বছরের ১৫ মার্চ ও ১৫ সেপ্টেম্বর সমপরিমাণ কিস্তিতে বাংলাদেশ সরকারকে ঋণ পরিশোধ করতে হবে। রূপপুরের প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ইউনিট দুটির স্থায়িত্বকাল নির্ধারণ করা হয়েছে ৬০ বছর। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সঙ্গে রাশিয়ার রোসাটমের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত ‘সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি’ দিয়ে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। আর চুক্তি অনুযায়ী এই কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য রাশিয়া ফেরত নিয়ে যাবে।

সর্বশেষ খবর