বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে কওমিরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জঙ্গিবাদের বিরুদ্ধে এবার মাঠে নামছে কওমি মতাদর্শীরা। এতদিন তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের মদদ ও লালনের অভিযোগ থাকলেও এবার তারা ঘোচাতে চায় সেই অপবাদ। এরই মধ্যে জঙ্গিবিরোধী বিক্ষোভ সমাবেশ, সেমিনারসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কওমি আদর্শিক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো।

ইসলামী ঐক্যজোট একাংশের মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় ইসলামী ঐক্যজোট। তাই দেশের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের জঙ্গিবাদবিরোধী ভূমিকা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে। তারাও নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদের  বিরুদ্ধে ভূমিকা রাখছে।’ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মুঈনুদ্দীন রুহী বলেন, ‘হেফাজতে ইসলামের অবস্থান সব সময় জঙ্গিবাদের  বিরুদ্ধে। দেশের বর্তমান পরিস্থিতিতে জঙ্গিবাদের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় হেফাজতে ইসলাম। তাই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।’ তালিমুল কোরআন কমপ্লেক্স, চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব বলেন, ‘জঙ্গিবাদের ভয়াবহতা রোধ করতে আলেমদের কার্যকর ভূমিকা রাখতে হবে। তাই কয়েকটি সংগঠনের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সেমিনারের আয়োজন করা হয়েছে।’ জানা যায়, জঙ্গিবাদবিরোধী ভূমিকা রাখতে হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে আলোচনা করতে গত রবিবার জরুরি বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা। বৈঠকে আমির আল্লামা আহমেদ শফী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির নুর হোসাইন কাসেমী, যুগ্ম-মহাসচিব মুঈনুদ্দীন রুহীসহ হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আগামী ২৯ জুলাই ঢাকা ও চট্টগ্রামে জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার হেফাজতে ইসলাম নেতাদের জঙ্গিবিরোধী ভূমিকা রাখার জন্য সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল ২১ জুলাই চট্টগ্রামে জঙ্গিবিরোধী গোলটেবিল করবে ইসলামী ঐক্যজোটের একাংশ। ওই বৈঠকে কওমি মতাদর্শী বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতা এবং কওমি মাদ্রাসার সিনিয়র শিক্ষকরা জঙ্গিবিরোধী আলোচনা করবেন। ২২ জুলাই জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী ছাত্র খেলাফত। আগামী ২৪ জুলাই তালিমুল  কোরআর কমপ্লেক্স, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন এবং ইমাম-খতিব অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নগরীর মুসলিম হলে আয়োজন করা হয়েছে জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী সেমিনার। ওই সেমিনারে দেশের বিভিন্ন মাদ্রাসার অভিজ্ঞ আলেম ও রাজনীতিবিদ জঙ্গিবিরোধী বক্তব্য রাখবেন। এ ছাড়া কওমি মতাদর্শী আরও বেশ কিছু সংগঠন জঙ্গিবিরোধী সমাবেশ, সেমিনার ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সর্বশেষ খবর