বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ময়মনসিংহ উপনির্বাচন

নৌকা ছাড়া সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ ১ ও ৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে নৌকা ছাড়া অন্য প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনে মাঠপর্যায় থেকে আসা ফলাফল বিশ্লেষণ করে কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। এর মধ্যে বিরোধী দল জাতীয় পার্টিরও দুই প্রার্থী রয়েছেন। আইন অনুযায়ী  জামানত রক্ষা করার মতো ভোট তারা পাননি। সোমবার এ দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪১ ধারা অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এ নির্বাচনে জয়ী হওয়া দুই প্রার্থী ছাড়া কেউই আট ভাগের এক ভাগের সমান বা বেশি ভোট পাননি। তাই তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ময়মনসিংহ ১-এ মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৫৮৩। সেখানে নৌকার প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৭০ ভোট। স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ও জাতীয় পার্টির মো. সোহরাব উদ্দিন খান ১ হাজার ৫৮৬ ভোট। আর বাতিল হয়েছে ১ হাজার ৩৮৯ ভোট। এ আসনে ভোট পড়ার হার ৫১ দশমিক ৭২ শতাংশ। ময়মনসিংহ ৩ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৯০। এর মধ্যে নৌকার বিজয়ী প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট, স্বতন্ত্র মো. আজিজুল হক ১ হাজার ২৩, ইসলামী ঐক্যজোটের মো. আবু তাহের খান ৬৮৮, ন্যাপের মো. আবদুল মতিন ৬৭৯ ও জাতীয় পার্টির মো. শামছুজ্জামান পেয়েছে ৪ হাজার ৩৭২ ভোট। এ আসনে ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৫ শতাংশ।

সর্বশেষ খবর