বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
গুলশান-শোলাকিয়ায় হামলা

আতঙ্কে নামিদামি স্কুলে ছুটি

আকতারুজ্জামান

জঙ্গি হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছে রাজধানীর ইংলিশ মিডিয়ামসহ নামিদামি স্কুলগুলো। ঈদের ছুটির পর স্কুল খোলার কথা থাকলেও এ আতঙ্ক থেকে প্রতিষ্ঠানগুলোতে যোগ হয়েছে অনির্ধারিত ছুটি। কয়েকটি স্কুলে ক্লাস শুরুর তারিখ পিছিয়ে ঘোষণা করা হয়েছে ক্লাস শুরুর নতুন তারিখ। অনেক স্কুল ক্লাস শুরুর কোনো তারিখই ঘোষণা করতে পারেনি। ক্লাস পেছানো নিয়ে একদিকে যেমন দুশ্চিন্তায় রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা, তেমনি স্কুলে নিরাপত্তা নিয়েও চরম উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন তারা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন অনেক স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। মন্ত্রণালয় থেকে কোনো সিগন্যাল না পাওয়ায় তারা ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছেন না। রাজধানীর ধানমন্ডিতে মাস্টারমাইন্ড স্কুলের স্ট্যান্ডার্ড থ্রি ক্লাসপড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক জানান, ঈদের ছুটির পর আগামী রবিবার ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল মোবাইলে মেসেজ পাঠিয়ে কর্তৃপক্ষ স্কুল খোলার তারিখ পিছিয়ে দিয়েছে। মেসেজে উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণবশত মাস্টারমাইন্ড স্কুল ২৪ জুলাইয়ের পরিবর্তে ৩১ আগস্ট খুলে দেওয়া হবে। প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর সন্তানদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্যও একই মেসেজে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উত্তরার আগা খান স্কুল ১৭ জুলাই খোলার কথা থাকলেও ১৬ জুলাই অভিভাবকদের মেসেজ পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, স্কুল খোলার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। স্কুলের স্ট্যান্ডার্ড এইট শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। তিনি জানান, কর্তৃপক্ষ আন-অফিসিয়ালি জানিয়েছে, বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুলে জঙ্গি হামলার আশঙ্কা থেকেই স্কুল বন্ধ রাখা হয়েছে। উত্তরার দিল্লি পাবলিক স্কুলে গ্রেড ১০ শ্রেণির ক্লাস গতকাল ২০ জুলাই শুরু হওয়ার কথা ছিল। এ স্কুলে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক গতকাল জানান, কর্তৃপক্ষ সোমবার ই-মেইলে জানিয়েছে, গ্রেড ১০ থেকে গ্রেড ১২ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ২০ জুলাইয়ের পরিবর্তে ২৪ জুলাই থেকে শুরু হবে। কিন্তু গতকাল বিকালে স্কুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাসগুলো ২৪ জুলাইয়ের পরিবর্তে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তবে দিন তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জঙ্গি হামলার ঘটনায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করেছে রাজধানীর স্কলাসটিকা স্কুলও। গতকাল স্কুলের ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঈদের পর ক্লাস শুরুর কথা থাকলেও অনিবার্য কারণবশত কিছুদিন বন্ধ রাখা হয়েছে স্কুল। কবে নাগাদ খুলে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অভিভাবকদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গুলশান হামলায় জড়িত রোহান ও মোবাশ্বির এ প্রতিষ্ঠানের এ লেভেলের ছাত্র ছিলেন।

সর্বশেষ খবর