বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিচার শুরু ব্লগার ওয়াশিকুর হত্যার

নিজস্ব প্রতিবেদক

বিচার শুরু ব্লগার ওয়াশিকুর হত্যার

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান এ আদেশ দেন।

এ বিষয়ে  রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচি ও সালাউদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে কারাগারে থাকা তিন আসামিকে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। এ সময় আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুর আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন। এ ছাড়া শুরু থেকে পলাতক রয়েছেন আসামি জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ওরফে তাহের এবং আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবদুল্লাহ। পলাতক দুই আসামির পক্ষে মামলা লড়তে আদালতের আদেশে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার নথিসূত্রে জানা গেছে, গত বছর ৩০ মার্চ ঢাকার তেজগাঁওয়ে নিজের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ীতে এ হত্যাকাণ্ডের পরপরই জনতা ধাওয়া করে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুলকে ধরে ফেলে। আর সাইফুলকে হত্যাকাণ্ডের কয়েক দিন আগেই ধারালো অস্ত্রসহ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এদিকে ঘটনার পরদিন চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন নিহতের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ। পরে মামলাটি তদন্ত করে গত বছর ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ আনসারুল্লাহর পাঁচ সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সর্বশেষ খবর