বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

ছাগল পালনে স্বাবলম্বী নাটোরের কালাম

নাটোর প্রতিনিধি

ছাগল পালনে স্বাবলম্বী নাটোরের কালাম

নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের শতকুঁড়ি গ্রামের দরিদ্র আবুল কালাম আজাদ ছাগল পালন করে এখন স্বাবলম্বী। তিনি সরকারি অথবা বেসরকারি সহায়তা পেলে ছাগলের খামার গড়ে তুলে এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী করে তুলবেন বলেও জানিয়েছেন। আবুল কালাম আজাদ জানান, ২০১১ সালে শখের বশে তিনি ৪টি ছাগল কিনে পালন করা শুরু করেন। দুই বছরের মাথায় তার ছাগলের সংখ্যা দাঁড়ায় ২০টিতে। এতে তার সংসারে সচ্ছলতা ফিরে আসতে শুরু করে। বর্তমানে তিনি ১০০টি ছাগলের মালিক। এরই মধ্যে প্রায় এক লাখ টাকার ছাগল বিক্রি করে পুঁজি অন্য খাতে ব্যয় করেছেন। আবুল কালাম আজাদের বয়স ৫৫ বছর। ১২ সদস্যের পরিবারে শক্ত হাতে হাল ধরেছেন তিনি। নিত্যদিন সকালে ছাগলগুলো নিয়ে মাঠে ২-৩ ঘণ্টা চরানোর পর বাড়িতে ফিরে আসেন। নিজ উদ্যোগেই বসতবাড়ির আঙিনার স্বল্প পরিসরে গড়ে তুলেছেন খামার।

এর মধ্যে হাঁস-মুরগিও পালন করেছেন। সরকারিভাবে কোনো সহায়তা না পেলেও সম্পূর্ণ নিজের গচ্ছিত টাকা দিয়ে ছাগল কিনে তিনি পরিবারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন।

সর্বশেষ খবর