শিরোনাম
শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ছয় সপ্তাহের মধ্যে গণপূর্তমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মন্ত্রীর পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন হাইকোর্টে  তারা মামলাটি চালাবেন না। এরপর আদালত মামলার ওপর স্থগিতাদেশ তুলে দিয়ে মন্ত্রীকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। রুল খারিজ করেছে। এখন এ মামলাটি চলবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। ২০০৭ সালের ২৫ নভেম্বর রমনা থানায় ৩ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদক এ মামলাটি করে। মামলা তদন্তাধীন থাকা অবস্থায় ২০০৮ সালের ২৭ আগস্ট ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। এর পর থেকেই মামলার কার্যক্রম স্থগিত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর