সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চার নারী ‘জঙ্গি’ আটক, বোমা সরঞ্জাম উদ্ধার

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জ শহর থেকে জঙ্গি সন্দেহে চার নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবির নেতা-কর্মীসহ ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহর থেকে জঙ্গি সন্দেহে আটক চার নারী হলেন— সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মোহাম্মদ খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়িয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)। তাদের সঙ্গে থাকা চার শিশুকেও থানায় নেওয়া হয়। এরা নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য দাবি করে পুলিশ জানায়— তাদের কাছ থেকে বিপুল জিহাদি বই, ছয়টি ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনাকারী সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাসা ভাড়া নিয়ে গত ১ মে থেকে জেএমবি এই সদস্যরা অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা শহরে বড় ধরনের নাশকতা করার জন্য ওই বাড়িতে অবস্থান নিয়েছিল। নীলফামারীতে দুই জেএমবি : সদর উপজেলার পৃথক দুই স্থান থেকে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছাতিয়ারগড় এলাকার একরামুল হক ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খুটামারা এলাকার নুর মোহাম্মদ আরেফিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জেএমবি সদস্য দাবি করে পুলিশ জানায়— ‘এরা সৈয়দপুরের একটি শিয়া মসজিদে বোমা হামলার পরিকল্পনাকারী।’ রাজশাহীতে জামায়াত-শিবিরের ৮ কর্মীসহ ৪০ : রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের ৮ কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত নগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  দিনাজপুরে শিবিরের ৮ নেতা-কর্মী : জেলা শহরের এক ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের শহরের অর্থ সম্পাদক ময়নুল ইসলাম, শিবির কর্মী তোফাজ্জল হোসেন, মোজাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. জামালি, ইয়াসিন আরাফাত, হাফিজউদ্দিন, মামুন আলীকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত শহরের রামনগর এলাকায় বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। ঝিনাইদহে ৫ জামায়াত কর্মীসহ ৩৫ : ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ দাবি করেন— গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে ৬৭ : নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কয়েকজনের কাছ থেকে ২৩ হাজার ২২৯ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে দাবি নগর পুলিশের। শনিবার সকাল থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর