সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিচারককে ‘আপত্তিকর’ মেসেজ পাঠানোয় সাত বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

রংপুরের নারী বিচারকের মোবাইলে ‘আপত্তিকর’ এসএমএস পাঠানোর দায়ে এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে আদালতের পেশকার মো. শামীম আল মামুন সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত আসামি    রেজওয়ানুল হক রিপন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আসামি রিপনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড। আসামি রিপন রংপুরের বাগপুরের পশ্চিমপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে। মামলা সূত্রে জানা যায়, মশিউর রহমানসহ চারজনের বিরুদ্ধে রিপন রংপুরের আদালতে দুটি মামলা করেন। ওই মামলার বিষয়ে বিচারককে গত বছরের ১০ ও ১২ মে কয়েকটি এসএমএস পাঠান রিপন, যা আপত্তিকর হওয়ায় থানায় মামলা করা হয়। পরে মামলাটি তদন্ত করে ওই বছরের ৩০ জুন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ২০১৫ সালের ২৬ অক্টোবর আসামি রিপনের বিরুদ্ধে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর