মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
গুলশান হামলায় জড়িত সন্দেহে

বিএনপি নেতা দুলুর গাড়ি চালক আটক

কুমিল্লা প্রতিনিধি

ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলায় জড়িত থাকার সন্দেহে কুমিল্লার মুরাদনগর থেকে মো. মিঠু নামের এক যুবককে আটক করেছে ডিএমপি। গতকাল ঢাকা থেকে আসা ডিএমপি ও ডিবি পুলিশের একটি দল মিঠুকে আটক করে। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য মুরাদনগর থানা থেকে তাকে নিয়ে রাত সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। আটক যুবক মিঠু বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর পরিবারের গাড়িচালক  বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে মুরাদনগর উপজেলার শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়। সে ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। দিনভর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ মাঝিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঢাকা গোয়েন্দা শাখার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে আসা একদল পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, গুলশান হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলার আগে গুলশান এলাকায় আটককৃত যুবক মিঠু একটি সাদা প্রাইভেটকার নিয়ে ঘুরাফেরা করছিল। সে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দছ তালুকদার দুলুর পরিবারের গাড়িচালক। গতকাল দুপুরের দিকে ডিএমপির একটি দল মিঠুকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে। সন্ধ্যা পর্যন্ত থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৭টার দিকে তাকে নিয়ে মুরাদনগর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। এদিকে দুলু বেশ কিছুদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তার পরিবার জানায়, প্রাইভেট কারটি ব্যবহার করেন দুলুর স্ত্রী। ঐদিন কিছু কেনাকাটার জন্য দুলুর স্ত্রী ড্রাইভারকে লেকভিউতে পাঠিয়েছিলেন।

সর্বশেষ খবর