মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
পল্লবীতে নাশকতার মামলা

রিজভীসহ ৯ জনকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানায় নাশকতার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমিন এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতার করা গেল কি না সে বিষয়ে আগামী ২৩ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই নয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গতকাল সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে চলতি বছরের ৩ মে ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিরা হলেন— বিএনপি চেয়ারপারসনের তথ্য সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।

সর্বশেষ খবর