Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ জুলাই, ২০১৬ ২৩:৩৮
শিল্পকলায় ‘অমাবস্যা’
সাংস্কৃতিক প্রতিবেদক
শিল্পকলায় ‘অমাবস্যা’

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হলো নাটকের দল নাট্যপুরাণ প্রযোজিত  ‘অমাবস্যা’।

বারো মাসে তেরো পার্বণের এক উৎসব মুখর পরিবেশে বৃন্দাসাঁই গ্রামে সদ্যজাত কন্যাশিশু মালতীকে কুড়িয়ে পায় নিঃসন্তান কানাই লাল দম্পতি। আদর স্নেহ দিয়ে তারা মেয়েটিকে বড় করে। একসময় বাণিজ্যের সন্ধ্যানে আসা ভিনদেশি যুবক সেলিমের সঙ্গে হৃদয়ের বন্দনে আবদ্ধ হয় মালতী। দুজনের হৃদয়ের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায় সমাজ ও ধর্ম। লোকলজ্জা আর কলংকের ভয়ে মালতীকে বিয়ে দেওয়া হয় অন্যত্র।     কিন্তু আত্মার সঙ্গে আত্মার বন্ধন কেউ ছিন্ন করতে পারে না। পতির বাধা, সমাজ এবং সংসারকে উপেক্ষা করে পতির কাছে দেহ রেখে মন নিয়েই সেলিমের কাছে হাজির হয় মালতী। দেহ নয়, আত্মার সঙ্গে আত্মার মিলন হয়। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। প্রবীর দত্ত রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, উম্মে সালমা মৌ, নূর-ই-আলম সুমন, তুষার রায়, মার্জিয়া জাবিন তন্বী, কাজী জিলানী, আকবর হোসেন বিপ্লব, সারওয়ার হোসেন, শামীম আহমেদ, শংকর আহমেদ, জিহাদুল হক শুভ প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow