মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার রাজধানী মস্কোতে আজ বাংলাদেশের বহুল প্রত্যাশিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ চুক্তি স্বাক্ষর হচ্ছে। এ লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এখন মস্কোতে অবস্থান করছেন।

প্রতিনিধি দলে ইয়াফেস ওসমান ছাড়াও আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইআরডি সচিব মেজবাহ উদ্দীন ও অতিরিক্ত সচিব আবুল মনসুর মো. ফায়জুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব মো. আনোয়ার হোসেন। বিজ্ঞান মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশে এ যাবৎকালের নেওয়া সবচেয়ে বড় ঋণ প্রকল্প এটি। যার পরিমাণ দেশের এক বছরের বাজেটের তিন ভাগের একভাগের সমান। রাশিয়া সরকার বাংলাদেশকে এ জন্য প্রায় ৯০ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে। সূত্র জানায়, গত সোমবার রাশিয়া সরকার এই ঋণ অনুমোদন দিয়েছে। এর আগে বাংলাদেশের মন্ত্রিসভা কমিটি গত ২৭ জুন এই ঋণচুক্তির খসড়া অনুমোদন করে। গত ২১ জুন বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে এ কেন্দ্র স্থাপনের জায়গার লাইসেন্স দেয়।

সর্বশেষ খবর