মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের রিভিউ শুনানি ২৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলী মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানির জন্য এক মাস সময় পেয়েছেন। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করে। শুনানির প্রস্তুতির জন্য আসামিপক্ষ দুই মাস সময় চেয়ে আবেদন করে। আদালতে আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১৯ জুন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন মীর কাসেম। রিভিউ আবেদনে মীর কাসেমের খালাস চাওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ রিভিউ শুনানির তারিখ ধার্য চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ২১ জুনের আদেশে আপিল বিভাগের চেম্বার আদালত ২৫ জুলাই রিভিউ শুনানির তারিখ ধার্য করে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। সে অনুযায়ী গতকাল বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি।

সর্বশেষ খবর