শিরোনাম
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে ৯ অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও এবং রামপুরা এলাকায় অভিযান চালিয়ে নয় অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৫টি মোবাইল সেট, ২২টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, চারটি জাতীয় পরিচয়পত্র, দুটি ভুয়া সাংবাদিক কার্ড, সাতটি চেক বই এবং মুক্তিপণের ৪৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গত রবিবার অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র‌্যাব-৩-এর মেজর ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো— মো. জাহাঙ্গীর এরশাদ আলী, মো. শরীফ দেলোয়ার হোসেন, মো. মিন্টু মিয়া, মো. বাচ্চু মিয়া, মো. তমিজ উদ্দিন, হোসনে আরা বেগম, আসমা বেগম, মোছা. শারমীন আক্তার ও মো. আকাশ চৌধুরী রনি। র‌্যাব-৩ জানায়, গত ২০ জুলাই খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে থেকে ৮-১০ জনের একটি চক্র ওয়াজিউল ইসলাম নামে এক ব্যক্তিকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে চোখ-মুখ বাঁধা অবস্থায় একটি ফ্ল্যাটে আটকে রেখে তার স্ত্রীর মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর পরিপ্রেক্ষিতে ওয়াজিউলের মেয়ের জামাই বিষয়টি র‌্যাব-৩-কে জানালে গত ২১ জুলাই থেকে অভিযান চালিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। তাত্ক্ষণিকভাবে খিলগাঁও থেকে দুই অপহরণকারী মো. সিরাজ উদ্দীন খোকন ও মো. আফতাব উদ্দীন মিলনকে গ্রেফতার করে ওয়াজিউল ইসলামকে উদ্ধার করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবারও অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী এরশাদসহ নয়জনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর